সোনারগাঁয়ে শিশু সন্তানের হাত পা ভাঙার অভিযোগ মায়ের বিরুদ্ধে

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের আন্দার মানিক গ্রামে ৮ মাসের শিশু সন্তানের দুই হাত ও এক পা ভাঙার অভিযোগ উঠেছে তারই মায়ের বিরুদ্ধে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তোলা হয়। এ ঘটনার ওই শিশুর বাবা আশরাফুল ইসলাম বাদি হয়ে সোমবার বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সাথে জামপুর ইউনিয়নের সেখেরহাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরাইয়ার সাথে ৫ বছর আগে বিবাহ হয়। সংসার জীবনে সামির আহমেদ (৪) ও আট মাস বয়সী সিজান আহমেদ নামের দুজন পুত্র সন্তান রয়েছে। গত ১৩ মার্চ বৃহস্পতিবার পারিবারিক কলহের জের ধরে ৮মাস বয়সী সিজান আহমেদের দুটি হাত ও বাম পা ভেঙ্গে বাবার বাড়ি চলে যায়। অসহ্য যন্ত্রনার কারনে শিশুটি দিনরাতে ঘুমাতে পারছে না। নির্মম নির্যাতন ও অমানবিক আচরনে সকলেই হতভাগ হয়ে পড়েছেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, অবুঝ শিশুর হাতে পায়ে প্লাস্টার নিয়ে শুয়ে আছে। এসময় তার বাবা আশরাফুল ইসলাম কান্নাজড়িত চোখে সন্তানের পাশে বসে আছেন।

আশরাফুল ইসলাম জানান, ছোটখাটো যেকোন বিষয় নিয়ে তর্কবিতর্ক হলেই তাকে মারতে দা, বটি নিয়ে কয়েকবার আক্রমন করেছে। তার মাকেও মারধর করে তার স্ত্রী। দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছুই বলেননি। গতকাল সোমবার বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

তিনি আরো জানান, বিভিন্ন সময়ে রাতে বেলা প্রায়ই তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে কয়েক ঘন্টা পর ফিরে আসেন। ফিরে আসার পরই যেকোন অঘটন ঘটিয়ে থাকেন।

সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার বলেন, শিশুটির বাবা তার কাছে বিচার চাইতে এসেছিল। শিশুটির অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। এমন মায়ের কথা জীবনে প্রথম শুনলাম। তাকে থানা পুলিশের সহায়তা নিতে পরামর্শ দিয়েছি।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, মায়ের নির্যাতনের শিকার শিশুর বাবা অভিযোগ দায়ের করেছেন। শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement