সুমন ভট্টাচার্য:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ১০ বছর পর ইউনিয়ন পর্যায়ে দলকে গোছাচ্ছে উপজেলা বিএনপি। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলনকে ঘিরে উপজেলার ইউনিয়নগুলোতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণের সঞ্চার হয়েছে। ফলে উচ্ছ্বসিত হয়ে নেতাকর্মীরা মাঠে মিছিল মিটিং করে যাচ্ছেন প্রতিনিয়ত।
বৃহস্পতিবার (২২ মে) বিকালে উপজেলার আঠারোবাড়ি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনের মাধ্যমে শুরু হয় কার্যক্রম।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৫ সালে উপজেলা বিএনপি ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করেছিল। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহ্বায়ক এবং আমির ইসলাম ভূঁইয়া মনিকে সদস্য সচিব করে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। এরপর থেকেই সারা উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ভোটের আমেজ ছড়াতে সক্রিয় হয়েছে বিএনপি।
দলীয় সূত্র জানায়, পর্যায়ক্রমে (২৩ মে) মগটুলা ইউনিয়ন, (২৪ মে) সোহাগি ইউনিয়ন, (২৫ মে) সরিষা ইউনিয়ন এবং (২৬ মে) মাইজবাগ ইউনিয়নে কর্মী সম্মেলনের মধ্য দিয়ে ১১ ইউনিয়নের কমিটি গঠন করা হবে।
নেতাকর্মীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস দেখা দিয়েছে। ইতোমধ্যে মধ্যে পদ-প্রত্যাশীরা নিজেদের অবস্থান জানান দিতে করছেন পথসভা এবং উঠোন বৈঠক। উজ্জীবিত হয়ে জনমত অর্জনের পাশাপাশি রাজনৈতিক মাঠেও তৎপর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মী সম্মেলনের মধ্য দিয়ে প্রতিটি ইউনিয়নে ৫১ অথবা ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হতে পারে। তবে দলীয় স্বার্থে এই সংখ্যা আরও কমবেশি হতে পারে বলে জানায় সূত্রটি।
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সদস্য সচিব আমির ইসলাম ভূঁইয়া মনি বলেন, ‘১০ বছর আগে ২০১৫ সালে সর্বশেষ উপজেলা ও ইউনিয়ন বিএনপি কমিটি গঠন করা হয়েছিল। জাতীয় নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের উজ্জীবিত করতে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের কাজ শুরু করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে সমৃদ্ধ ঈশ্বরগঞ্জ গঠনে নেতাকর্মীরা বদ্ধপরিকর।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশীদ হারুন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে গত ১৬ বছর হামলা-মামলা-গুমের মতো ভয়াবহ পরিণতি মোকাবিলা করে টিকে ছিল বিএনপি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, সম্প্রতি ইউনিয়ন কমিটি নিয়ে বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগ্রহ-উদ্দীপনা বিরাজ করছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলতে এটি একটি পজিটিভ দিক। সকলের ঐক্যমতের ভিত্তিতে ও সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ এবং আধুনিক ঈশ্বরগঞ্জ গড়ে তুলতে চাই।