মশাহিদ আহমদ, মৌলভীবাজার :
দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে “বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি”, মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে চার দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে শহরের কুসুমবাগ, এস.আর প্লাজার সম্মুখে বৃহস্পতিবার ২২ মে- সকালে।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ইমদাদুল হক মছনু-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- মো: ইউসুফ আলী ( মর্ডান সুপার ড্রাগ), সেলিম আহমদ (আহমদিয়া ফার্মেসী), সৈয়দ ফয়েজ আহমদ ( মনি মেডিসিন সেন্টার, শ্রীমঙ্গল), রফিকুল ইসলাম (রহিমা ড্রাগ হাউস), শতদল চক্রবর্তী ( এস,আর ফার্মেসী), সৈয়দ জামিল আহমদ, ( নিরাময় ফার্মেসী), শ্যামল কান্তি দাশ (বাবুল মেডিকেল হল), আবু জাফর আহমদ, ইকবাল হোসেন পাবেল, সোহেল রানা প্রমুখ। চার দফা দাবি সমুহ হলো- ঔষদ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উর্ত্তীন ঔষদ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা,ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষদ কোম্পানী কর্তৃক ঔষদ সরবরাহ বন্ধ করা, সকল ঔষদেও মূল্য সরকার কর্তৃক নির্ধারন করা। বক্তারা আরো বলেন- বড় বড় অনেক কোম্পানী রয়েছে ঔষদের মূল্য অতিরিক্ত নিচ্ছে। ফলে জনগন প্রতারিত হচ্ছে। ঔষদ কোম্পানিগুলো কমিশন দিচ্ছে না। বাইরে যেখানে প্রতি দোকানদার ৩০ থেকে ৪০ শতাংশ কমিশন পায় সেখানে বাংলাদেশে মাত্র ১২% কমিশন দেওয়া হয়। বক্তারা সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ এবং একই সাথে নিম্নমানের ঔষদসহ ফুড সাপ্লিমেন্ট বন্ধ করার দাবি জানান।