কুষ্টিয়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কুষ্টিয়া প্রতিনিধিঃ

“নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় ও জেলা প্রশাসন কুষ্টিয়া এবং কুষ্টিয়া উপজেলা ভূমি অফিস কুষ্টিয়া সদর এ ভূমি মেলার আয়োজন করেছে। রোববার সকাল দশটায় কুষ্টিয়া সদর ভূমি অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫-২৭ মে তিন দিনব্যাপী এ ভূমি মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শুভযাত্রা বের করা হয়। পরে ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে  কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা প্রশাসনের সহকারি কমিশনার মুমতাহিনা পৃথুলা, জেলা রেজিস্টার গাজী মুহাম্মদ আব্দুল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান, জেলা সিনিয়র তথ্য অফিসার মো: আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: আব্দুর রাজ্জাক বাচ্চুসহ ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ সেবা প্রত্যাশীগণ উপস্থিত ছিলেন।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, বাংলাদেশের ভূমি সেবা ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভূমি সেবার ডিজিটালাইজেশন কার্যক্রম নাগরিকদের জন্য স্বস্তিদায়ক। হয়রানি মুক্ত জনবান্ধব ভূমি সেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর। সে লক্ষ্য অর্জনে ভূমি মন্ত্রণালয় প্রযুক্তিগতভাবে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। নামজারি, ভূমি উন্নয়ন কর, পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইন ভিত্তিক ও ক্যাশলেস করা হয়েছে। যে কোনো নাগরিক পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকোনো সময় সপ্তাহের সাত দিন দিন রাত ২৪ ঘন্টায় কল সেন্টার ও নাগরিক ভূমি সেবা কেন্দ্রের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারছেন।

আয়োজকরা জানান, নাগরিকদের আধুনিক প্রযুক্তি নির্ভর জনবান্ধব ভূমি সেবা প্রদানের লক্ষ্যে এ ভূমি মেলার আয়োজন করা হয়েছে। অনলাইনে ভূমি সেবার খুঁটিনাটি বিষয় সমূহ জানতে ও সেবা নিতে ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ মেলা চলবে।

নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে ই নামজারির আবেদন। কোন ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement