সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি :
নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে ই-নামজারির আবেদন। কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। এ সব সুযোগ-সুবিধা নিয়ে সারা দেশের মতো নারায়গঞ্জের সোনারগাঁওয়ে উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় অজ রোববার থেকে শুরু হয়েছে এ মেলা।
এবারের মেলার প্রতিপাদ্য ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’।
সোনারগাঁও উপজেলা ভুমি ও কাঁচপুরের সার্কেল রাজস্ব আয়োজন করেন এ মেলার। রবিবার সকালর সোনারগাঁও উপজেলা ভুমি আফিসের সামনে থেকে একটি শোভাযাত্রার বের করা হয়। । শোভাযাত্রাটি উপজের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সোনারগাঁও উপজেলা হল রুমে ভুমি মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহি অফিসার ফারজানা রহমান। এ সময় উপস্থিত সহকারী কমিশনার (ভুমি) মঞ্জুর মোর্শেদ, কাঁচপুর ভুমি (রাজস্ব) সেগুফতা মেহনাজ ও ইউনিয়ন ভুমি আফিসের নায়েবগন প্রমুখ।