শিল্পে ভূগর্ভস্থ পানি ব্যবহার নীতিমালা চূড়ান্তকরণের দিকে সরকার -পানি সম্পদ উপদেষ্টা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

 

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত Nicolas Weeks এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার (২৭ মে)  ঢাকায় পানি ভবনে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়।

এতে সুইডিশ দূতাবাসের হেড অফ পলিটিক্যাল এন্ড ট্রেড লোভিসা হফম্যান, এইচ এম গ্রুপের হেড অফ সাসটেইনেবিলিটি ইউসুফ আল ন্যাটোউর, এইচএম গ্রুপের গ্লোবাল হেড অফ পাবলিক এফেয়ার্স সারাহ নিগ্রো, এইচ এম গ্রুপের রিজিওনাল কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে পানি রিইউজ বা পুনঃ ব্যবহারের ওপরে বিস্তারিত আলোচনা হয়।

পানি সম্পদ উপদেষ্টা জানান, পানি সম্পদ মন্ত্রণালয় শিল্পে বিনামূল্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন প্রথা বন্ধ করার নীতিমালা চূড়ান্ত করার কাজ করছে। তিনি বলেন, এই নীতিমালা অনুসারে শিল্পে ভূগর্ভস্থ পানি ব্যবহারের ক্ষেত্রে প্রাইসিং নির্ধারিত হবে এবং এতে করে শিল্পে ভূগর্ভস্থ পানি উত্তোলনের প্রথা বন্ধ হবে। এছাড়া টেকনোলজি ব্যবহারের মাধ্যমে কিভাবে শিল্পে কম পানি ব্যবহার করা করা যায় এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

রিজওয়ানা হাসান জানান, এখন একটি ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে, যারা গার্মেন্টস অ্যাসোসিয়েশন, টেক্সটাইল অ্যাসোসিয়েশন-সহ বেসরকারি খাতের সঙ্গে আলোচনা করবে কীভাবে শিল্পে ভূ-গর্ভস্থ পানি ব্যবহার নিয়ন্ত্রণে আনা যায়, পুনর্ব্যবহার বাড়ানো যায় এবং দূষিত পানি সরাসরি নদীতে ফেলা বন্ধ করা যায়।

রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে ভূগর্ভস্থ পানি ব্যবহারের বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, এফআইসিসিআই এর সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি বৈঠকে উপদেষ্টা রিজওয়ানা হাসান উল্লেখ করেন।

দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই পানি ব্যবহার বিষয়ে উভয়পক্ষ একত্রে কাজ করার আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement