থাইল্যান্ড ভ্রমণের আগেই বরিশালের লঞ্চ থেকে ৮ পাসপোর্ট ও ডলার চুরি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ব‌রিশাল জেলা প্রতি‌নি‌ধি:

বরিশাল নদী বন্দরে প্রিন্স আওলাদ-১০ লঞ্চের কেবিন থেকে যাত্রীদের আটটি পাসপোর্ট এবং ডলারসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে বরিশাল নদী বন্দরে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী লঞ্চ যাত্রী নগরীর কাউনিয়া ক্লাব রোডের বাসিন্দা তাপস জানান, পরিবারের সদসরা মিলে থাইল্যান্ড ভ্রমণে যাবেন। এজন্য শুক্রবার রাতে বরিশাল থেকে ঢাকা যেতে প্রিন্স আওলাদ-১০ লঞ্চের তৃতীয় তলায় ৪২০ নম্বর কেবিন ভাড়া করেন। কেবিনের মধ্যে পরিবারের আটজনের আটটি পাসপোর্ট, একটি ক্যাননের ক্যামেরা এবং ১৫০ ইউরো ডলাসহ অন্যান্য মালামাল ছিল। লঞ্চ ছাড়ার আগে কেবিনের দরজায় তালা দিয়ে লঞ্চের সামনে যান। ফিরে এসে দেখতে পান কেবিনের জানলা খোলা। পরে ভেতরে ঢুকে দেখতে পান পাসপোর্ট, ডলার এবং ক্যামেরা নেই।

বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতক চন্দ্র সরকার বলেন, ‘ঘটনার পর লঞ্চ থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এছাড়া এখানে লঞ্চ কর্তৃপক্ষের কোনো উদাসীনতা রয়েছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement