দেবাশীষ ভট্টাচার্য হৃদয়ের বার্ষিক ক্রিয়াকর্ম অনুষ্ঠান সম্পন্ন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য:

দেবাশীষ ভট্টাচার্য হৃদয়ের বার্ষিক ক্রিয়াকর্ম (শ্রাদ্ধ) অনুষ্ঠান সম্পন্ন সম্পন্ন হয়েছে। দেবাশীষ ভট্টাচার্য হৃদয়ের নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার  (২৬ মার্চ) অনুষ্ঠিত হলো প্রয়াত দেবাশীষ ভট্টাচার্য হৃদয়ের বার্ষিক ক্রিয়াকর্ম শ্রাদ্ধানুষ্ঠান।

সাদা কালো ছবিতে দেবাশীষ ভট্টাচার্য হৃদয়ের গাঁদা ফুলের  মালায় ঢাকা চারপাশ। তার মাঝে হাসিমুখে ছবিতে সকলের প্রিয় দেবাশীষ ভট্টাচার্য হৃদয় কারও আবার রাঙ্গাদা। এতে পিতা প্রদীপ ভট্টাচার্য ৪ টি দান করে। দেবাশীষ ভট্টাচার্য (হৃদয়) এর  পুরো শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেন তার কাকা সুজিত ভট্টাচার্য (সুজন)।

দেবাশীষ ভট্টাচার্য (হৃদয়)এর শ্রদ্ধা অনুষ্ঠানে এসেছিলেন, দিদা শংকরী ভট্টাচার্য, বড় মা রত্না ভট্টাচার্য,বড় বোন জামাই গৌতম ভট্টাচার্য, বড় বোন দেবশ্রী ভট্টাচার্য (ঝুমা),দাদু পবিত্র চক্রবর্তী, দিদা স্বপ্না চক্রবর্তী,মামা সুৃমন ভট্টাচার্য, মামী পপি ভট্টাচার্য,পিসি কল্পনা লস্কর,মেসু মনি চক্রবর্তী, মাসি শিমু চক্রবর্তী,পিসাত্ব ভাই রঞ্জন গোস্বামী,কাকাত্ব ভাই পিয়াস ভট্টাচার্য(প্রান্ত),ভাগ্নে অভিজিৎ ভট্টাচার্য (অভি),বড় বোনের মেয়ে গীতশ্রী ভট্টাচার্য(ইচ্ছে), ভাগ্যশ্রী ভট্টাচার্য (গুনগুন),মামাত্ব বোন মীনাক্ষী ভট্টাচার্য (আয়না),ভাই হৃদান ভট্টাচার্য,মসাত্ব ভাই সায়ন চক্রবর্তী ,বোন মধুশ্রী চক্রবর্তী স্নেহা,শান্টু চক্রবর্তী।

মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ঢাকা নিউরোসায়েন্স হসপিটাল থেকে চিকিৎসা শেষে মামার বাড়ি ময়মনসিংহে ফের অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র ২৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন  কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের বিএ (অনার্স)৪র্থ বর্ষের শিক্ষার্থী দেবাশীষ ভট্টাচার্য (হৃদয়)।

তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের আমতলী সংলগ্ন পল্লী চিকিৎসক প্রদীপ ভট্টাচার্য একমাত্র ছেলে হৃদয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement