কক্সবাজারে চাচার ষড়যন্ত্রে ভাতিজি অপহরণ, চাচাসহ আটক ২
কক্সবাজার প্রতিনিধি : প্রবাসে যাওয়ার জন্য বাড়িতে টাকা চেয়েও পাননি হানাইনুল হক ওরফে নাঈম ( ২৩)। পরিবার থেকে টাকা না পাওয়ায় বন্ধু মো. শাহীনকে নিয়ে পরিকল্পনা করেন নিজের ভাতিজি আফিয়া জান্নাত আরোয়াকে (৮) অপহরণের। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১০ নভেম্বর সকাল আনুমানিক ৮ টা ২০ মিনিটের সময় মাদ্রাসায় যাওয়ার পথে শিশু আফিয়াকে অপহরণ করা হয় […]