বিরামপুরে সাপের ছোবলে অটো চালকের মৃত্যু

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর: দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ইসলাম পাড়া গোহাটিতে সাপের ছোবলে রবিবার (২৫ মে) সন্ধায় এক অটো চালকের মৃত্যু ঘটেছে। জানা গেছে, ইসলাম পাড়া গোহাটি এলাকার মৃত: আনছার আলীর ছেলে আব্দুল জলিল (৪২) রবিবার বিকেলে বাড়ির পাশে পানি নিষ্কাশনের নালা পরিষ্কার করতে যান। এসময় বিষধর সাপ তাকে ছোবল দেয়। তাকে দ্রুত বিরামপুর […]