মা নিজেই বলবে, একটা প্রেম তো করতে পারিস

বিনোদন ডেস্ক: শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় ইধিকা পালের। পরে ঢাকা ও কলকাতা মিলিয়ে আরও দুটি সফল সিনেমার নায়িকা তিনি। মুক্তির অপেক্ষায় আছে আরও তিনটি সিনেমা। এ প্রসঙ্গে ইধিকা বলেন, ‘অনেকে অবশ্য প‚জার সময় প্রেম করত। আমি সুযোগ পাইনি। কারণ, প‚জাটা আসার আগেই মা সেই প্রেম ভাঙিয়ে দেয়। এরপরও চেষ্টা করেছিলাম […]