ঝিনাইদহে বৃষ্টির পানিতেই ধ্বসে পড়ছে রাস্তা,যানবাহন চলাচল বন্ধ

ঝিনাইদহ প্রতিনিধি: অধিক  বৃষ্টির পানিতেই  ভেঙে গেলে শৈলকুপার কবিরপুর নতুন ব্রীজর একমাত্র রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন ট্রাক, পিকাপ, ভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেল, আটোসহ বিভিন্ন যানবাহন নিয়মিত চলাচল করে থাকে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, তৎকালীন বিএনপি সাকারের আমলে শৈলকুপা ও কবিরপুরের মাঝদিয়ে বয়ে যাওয়া কুমার নদীর উপর বাইপাশ সড়কের মাঝে একটি ব্রীজ নির্মাণ করে দুই পারের […]