শিক্ষার্থীদের নিয়ে স্বাধীন গ্রাফিটি উৎসব করলেন আহানা, মিস এশিয়া প্যাসিফিক বাংলাদেশ
আমদের কণ্ঠ বিনোদন প্রতিবেদনঃ ১১ই আগস্ট ২০২৪, মোহাম্মদপুর এক প্রাণবন্ত সামাজিক সেবার সাক্ষী হয়েছে, যা নেতৃত্ব দিয়েছেন সদ্য মিস এশিয়া প্যাসিফিক বাংলাদেশ ২০২৪ খেতাব প্রাপ্ত আহানা চৌধুরী। এক শক্তিশালী সংহতি এবং সৃজনশীলতার প্রদর্শনীতে, ১০০ জন শিক্ষার্থী তার নেতৃত্বে একত্রিত হয়ে অনুপ্রেরণাদায়ক চিত্র এবং বার্তা দিয়ে রাস্তাগুলোকে রঙিন করে তুলেছে। আহানা চৌধুরী, যিনি বরাবরই বাংলাদেশের মানুষের […]