হাত না পেতে গান গেয়ে সংসার চালান বাউল শিল্পী সন্তোষ
শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা: কখনো পাঁচশ কখনো বা এক হাজার টাকা আবার কোন সময় খালি হাতে ঘরে ফিরে আসেন দৃষ্টিহীন বাউল শিল্পী সন্তোষ । সারাদিন হাট- বাজার,রাস্তার মোড়ে,স্টেশনে,স্কুল মাঠে, চায়ের দোকান কিংবা নদীর ধারে আসর বসিয়ে দোতরা বাঁজিয়ে নিজের সুরেলা কণ্ঠে গান শোনাচ্ছেন তিনি। সন্ধ্যায় নেমে আসলে ফিরে যান নিজ বাড়িতে। তবে প্রায় সময় […]