কাউখালীতে আগুনে পুড়ে দোকান ছাই

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

পিরোজপুরের কাউখালী উপজেলায় আগুনে পুড়ে দোকান ঘর ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না ক্লাবঘর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গভীর রাতে বাজারের পাশে সাবেক ইউপি মেম্বার উত্তম কুমারের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে তার স্ত্রী বাজারের আগুন দেখে চিৎকার করে। এসময় লোকজন তার চিৎকারে জড়ো হয়ে আগুন নিভাতে গেলে ইউপি মেম্বার ফিরোজ খানের ছেলে মাহফুজ খানের মুদি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। পাশে মিল্লাত খানের ঔষধের ফার্মেসীসহ আরো ২টি দোকান আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। এলাকাবাসী প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ইউপি মেম্বার ফিরোজ খান বলেন, রাতের বেলা কে বা কাহারা শত্রুতা মূলক তার ছেলের দোকানে আগুন লাগিয়ে দেয়। সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বলেন, রাতের সয়না গ্রামের ক্লাব বাজারের বর্তমান ইউপি মেম্বার ফিরোজ খানের ছেলের দোকান আগুনের সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত করে দেখা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement