শাহীন মুন্সী, স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৮ জন অসহায়, দুঃস্থ ও বেকার মহিলাকে আত্মকর্মী ও স্বাবলম্বী করার উদ্দেশ্যে সেলাই মেশিন সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (১৭ মে) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেশিন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)।
গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪—২০২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ—পরিচালক লাক্সানা লাকী ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আরিফ জামিল ফারুকী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান দৈনিক আমাদের কন্ঠকে জানিয়েছেন, গোপালগঞ্জ সদর উপজেলার ২১ টি ইউনিয়ন থেকে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৮ জন অসহায়, দুঃস্থ ও বেকার মহিলাকে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এই ৪৮ টি সেলাই মেশিন দ্বারা ৪৮ জন মহিলার বেকারত্ব ও অসহায়ত্ব দূর হবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান। উল্লেখ্য এম. রকিবুল হাসান গোপালগঞ্জ সদর উপজেলা নিবার্হী অফিসার হিসেবে যোগদান করার পরে জনস্বার্থে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে জনগনের আস্থা অর্জন করেছেন।