খেলাফত হোসেন খসরু,পিরোজপুরা:
পিরোজপুরের মঠবাড়িয়ার একটি মাদক মামলায় ১জনকে ৫বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মোস্তাগীর আলম এ আদেশ প্রদান করেণ। দন্ডপ্রাপ্ত মনির ফকির (৪৫) মঠবাড়িয়ার পশ্চিম পাতাকাটা গ্রামের মইন উদ্দিন ফকিরের পুত্র। একই মামলায় উপজেলার উত্তর মিঠাখালীর খলিল বিডিআর এর পুত্র মোঃ রানা ৩৮কে বে-কসুর খালাস প্রদান করেন।
মামলার বিবরনে জানাযায়,গত ৮অগষ্ট/২০১৮ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুর গোয়েন্দা পুলিশ সদস্যরা এসআই দেলোয়ার হোসেন জসিম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়ার ফুলঝড়ি গ্রামে অভিযান চালায়। এ সময় করিম আকন বাজার পাশের হাকিম মুন্সীর বাড়ী সংলগ্ন ইট সোলিং রাস্তার মাদক দ্রব্য বেচাকেনা কালে মনির আকনকে ৫১পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
এ ব্যাপারে এসআই দেলোয়ার হোসেন জসিম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মনির আকনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (সেসান মামলা নং-২৫/১৯,জি,আর-২৫৮/১৮,ধারাঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের (সংশোধিত ২০০৪ এর ১৯(১) টেবিলের ৯(খ)/৭(ক)/১৯(৪)/২৫,তারিখ-৮/৮/২০১৮ইং) দায়ের করলে পুলিশ চার্জসীট প্রদান করেন।
এ মামলার রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াহিদ হাসান বাবু এবং আসামী পক্ষে এ্যাড. ফজলুল হক মামলাটি পরিচালনা করেন।