স্টাফ রিপোর্টারঃ
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ পড়ানো হচ্ছে না— এমন পরিস্থিতির জেরে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি গ্রহণ করে দলের নেতাকর্মীসহ তার সমর্থকরা। তবে কর্মসূচিটি এক পর্যায়ে পুলিশি বাধার সামনে পড়ে। ব্যারিকেড দেয়া থাকায় তারা অগ্রসর হতে ব্যর্থ হন।
শনিবার (১৭ মে) গুলিস্তানের নগর ভবনের সামনে বিক্ষোভ করেন ঢাকা দক্ষিণ এলাকার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সকাল ১০টার পর ঘন্টাখানেক বঙ্গবাজার থেকে গুলিস্তানের সড়কটি অবরোধ করে রাখেন তারা। এরপর সচিবালয় অভিমুখে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিল নিয়ে অগ্রসর হতে থাকেন। মিছিলটি গুলিস্তান মাজার, জিরো পয়েন্ট, পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে, এক পর্যায়ে পুলিশ এতে বাধা দেয়। বাধা পেয়ে মিছিলটি নগর ভবনের সামনে ফিরে আসে।
নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ অনুসারে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথের ব্যবস্থা করার দাবি জানান আন্দোলনকারীরা। এ সময় দ্রুত সরকারের পক্ষ থেকে পদক্ষেপের দাবিতে স্লোগান দেয়া হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেয়া হচ্ছে না। তাদের মতে, জনতার রায়ে নির্বাচিত ইশরাককে দায়িত্ব না দিয়ে জনগণের সঙ্গে বেঈমানি করা হচ্ছে। শপথ না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। গত ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে তাপসের বিজয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। এর নিরিখে ইতোমধ্যে গেজেট প্রকাশ-ও করা হয়েছে।