সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ দাপিয়ে বেড়াচ্ছে বেশ কয়েকটি কিশোর গ্যাং। এদেরর মধ্যে মোগড়াপাড়া ইউনিয়নের ভাগলপুর এলাকার উজ্জল ও মুকুলের কিশোর গ্যাংটি বেশ বেপরোয়া হয়ে উঠেছে। তাদের মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এলাকার একজন বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা করে তার আম বাগান লুট করে নিয়ে গেছে।
এ ব্যপারে ওই মুক্তিযোদ্ধার ছেলে সোনারগাঁ প্রেসক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে উল্লেখ করা হয়, খোনকারবাড়ি এলাকার বাড়ি এলাকার মো. উজ্জল কয়েক মাস আগেও রাজমিস্ত্রীর জোগালির কাজ করতো। আর মাধবপুর গ্রামের প্রয়াত দিনমজুর ফজার ছেলে মুকুল করতো কশাইয়ের কাজ।
সম্প্রতি এই দুইজন মিলে একটি দুর্ধর্ষ কিশোর গ্যাং গড়ে তুলেছে।উল্লেখিত ওই দুই সন্ত্রাসীসহ আরো ৬/৭ জনের একটি দুধর্ষ কিশোর গ্যাংয়ের সদস্যরা ভাগলপুরসহ আশপাশের কয়েকটি গ্রামে মাদক সেবনসহ চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে আসছে।
রাতের আঁধারে বিভিন্ন বাগানে গিয়ে ফল চুরির পাশাপাশি মাদক সেবন করে এলাকার পরিবেশ নষ্ট করে আসছে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা। গ্রামে কেউ কোনো স্থাপনা নির্মাণ করলেও তাদের চাঁদা দিতে হয়। সম্প্রতি ভাগলপুর গ্রাম থেকে বাহাউদ্দিন মোল্লার অটো গ্যারেজ ভেঙে ৫টি অটো চুরি করে নিয়ে গেছে বরেও অভিযোগ আছে এই কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে।
গত ১১ মে রোববার ভাগলপুর গ্রামে মুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লা তার আমবাগানে আম পাড়তে যান। এসময় ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদক সেবন করে তার বাগানের সামনে দিয়ে ৫/৬টি মোটরসাইকেলে করে উচ্চ সুরে হর্ন বাজাতে বাজাতে যাচ্ছিলো। এ সময় তিনি তাদের মাদক ব্যবসা বন্ধ করাসহ ভালো হওয়ার পরামর্শ দেন।
এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার ওই মুক্তিযোদ্ধার ওপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে এবং তার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় রোববারের সপ্তাহিক কাইকারটেক হাট থেকে বাড়ি ফিরার পথে অজ্ঞাত পথচারীরা তাকে উদ্ধার করে। কিশোর গ্যাংয়ের সদস্যরা এরপর তার বাগানের কয়েকটি গাছের আম লুট করে নিয়ে যায় এবং দাবিকৃত চাঁদার না দিলে পরিনতি খুব খারাপ হবে বলে হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান চলছে।