এস এম আলমগীর হোসেন(কলাপাড়া):
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। লালুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইব্রাহিম গাউগারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইজাজ প্যাদার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ হারুন-অর-রশিদ।
প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মজিবর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির জুয়েল সিকদার, মোঃ মামুন সিকদার, গাজী মোঃ সুমন, মোঃ সজল বিশ্বাস, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ কবিরুল ইসলাম মৃধা, মোঃ শামীম মিয়া, শেখ মোঃ আবুল কাশেম এবং পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান লিটু বিশ্বাস।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে এমপি নির্বাচিত করতে হবে-এই লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। সভায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। #