জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে বিএনপি আবারো মাঠে নামবে -সালাহউদ্দিন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক,কেরাণীগঞ্জ

জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে বিএনপিকে যদি আবারো মাঠে নামতে হয়,সংগ্রাম করতে হয়, সে ক্ষেত্রে বিএনপি আবারো মাঠে নামবে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা ১৪ দলের নামে আওয়ামী লীগের সঙ্গে ছিল তারাই এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে।

তিনি বলেন,সংস্কার একটি চলমান প্রক্রিয়া। স্বল্পমেয়াদী সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে সংবিধানসহ সব সংস্কার বাস্তবায়নন করা হবে। তিনি আরো  বলেন,সোহরাওয়ার্দী উদ্যানে যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে, তারা একটি চরের দল। তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনের বৈধতা দিয়েছিল। বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা আরও বলেন, কেউ যদি সংস্কার ও বিচারের নামে দীর্ঘ মেয়াদে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চায় সেটি দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও সংগ্রাম করবে বিএনপি। সালাহ উদ্দিন আহমেদ আজ ৫ জুলাই শনিবার  বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে নির্বাচন দাবীতে মহাসমাবেশে  প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন,সবাই মিলে বিএনপির পিছনে লেগেছে কারন সবাই জানে আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জিতবে। এ কারনে তারা নির্বাচন চায় না। আওয়ামীলীগের পতন থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। হাসিনা পালালেও হাসিনার লোকজন দেশের মাটিতে এখনো রয়েছে গেছে। এ কারনে দেশ থেকে এখোনো দুর্নীতি কমে নাই।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি এ্যাড. নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে এবং থানা বিএনপির সাধারণ মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা হাবিবুননবী সোহেল, শ্যামা ওবায়েদ,আজিজুলবারি হেলাল,নাজিম উদ্দিন মাষ্টার,এ্যাড মোকাররম হোসেন সাজ্জাদ,আরশাদ রহমান সপু,আসাদ খানসহ দক্ষিণ কেরাণীগঞ্জ থানা  বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement