নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানীর মা তহুরা বেগম তৃপ্তি আর নেই। তিনি বুধবার দিবাগত রাত ২টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, তিন পুত্র, নাতি নাতনি, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি, উচ্চ ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন। গত মার্চ থেকে তিনি গুরুতরভাবে কিডনি রোগে ভুগছিলেন। এ সময় কালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। তিনি রত্নগর্ভা মা ছিলেন।
বিশিষ্ট শিক্ষানুরাগী তহুরা বেগম তৃপ্তি যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের নির্বাচিত সদস্য (সংরক্ষিত মহিলা) হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন।
চৌগাছার গরীবপুর গ্রামে নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমার মৃত্যুতে আমাদের কন্ঠ পরিবার শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানাচ্ছি। দয়াময় আল্লাহ মরহুমাকে জান্নাতের উচ্চ মোকাম দান করুন।