(নাচোল) চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী শক্তিবৃদ্ধি বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দিন ব্যাপি নাচোল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মোবারক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক (অতিরক্ত সচিব) আসেট প্রকল্প, কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকা মীর জাহিদ হাসান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। নাচোল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও প্রতিষ্ঠানের শিক্ষক( ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স) মির্জা আবিদ মাহমুদ ও (ইন্সেট্রটর ওয়েলডিং) আল-রাজি। এতে মোট ৯টি স্টলের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়।