নাচোলে সিল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র রজত জয়ন্তী পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বেসরকারি উন্নয়ন সহযোগী সংগঠন  এসআইএল(সিল)ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর রজতজয়ন্তী পালিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় নাচোল সরকারী কলেজ চত্বরে জাতীয়, সংস্থার ও রজতজয়ন্তী পতাকা উত্তোলনের মাধ্যমে সিল ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মসূচির উদ্বোধন করা হয়। কলেজ মিলনায়তনে অধ্যক্ষের প্রতিনিধি প্রভাষক আজিজুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার এরিয়া ম্যানেজার নিকোলাস মরমু, প্রধান অতিথির বক্তব্য রাখেন সিল ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কর্নেলিয়াস টুডু, রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কালচারাল একাডেমীর উপ-পরিচালক বেঞ্জামিন টুডু ও সহকারী প্রগ্রাম ম্যানেজার পিন্টু আলবার্ট পারিশ। মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে ঐতিহ্যবাহী সাঁওতালি নৃত্য, অতিথিদের অংশগ্রহণে রজতজয়ন্তীর প্রতীক ২৫টি মোমবাতি প্রজ্বলন ও কেক কর্তনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

বিগত ২৫ বছরের পথ চলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর কর্নেলিয়াস টুডু বলেন সারা দেশের ৫০ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির লুপ্তপ্রায় ৪০টি মৌখিক মাতৃভাষা, বর্ণমালা প্রনয়ন, পাঠ্য পুস্তক, বানানরীতি, মৌখিক ব্যবহৃত ভাষাকে সার্বজনিন রুপদান, মাতৃভাষায় শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, ভাষা শিক্ষা কেন্দ্রে মৌখিক নৃ-তাত্বিক মাতৃভাষা বৈশিষ্ট্যকরণ, জীবন মান উন্নয়নে রাস্ট্রের মৌলিক-মানবিক চাহিদা পূরণ, জেন্ডার সমতাসহ ন্যয় বিচার প্রাপ্তির নিশ্চয়তা বিধান করতে এ সংস্থা রাস্ট্রীয় স্বীকৃতি ও জাতিসংঘে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অধিকার আদায়ে নিরলশ কাজ করে আসছে বলে দাবি করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে রজতজয়ন্তীর সমাপ্তি হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement