নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানায়নি পুলিশ। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তবে পুলিশের একটি স‚ত্র জানিয়েছে, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল আয়োজন করছিলেন তিনি। এসব অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে কোনো মামলা বা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় কোনো মামলা আছে কি না তা যাচাই করছে পুলিশ।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, প্রশাসনিক সংবাদ, রাজনীতি সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম