বামনায় পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে নবজাতক উদ্ধার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মিজানুর রহমান সুমনঃ

বরগুনার বামনা উপজেলার চলাভাঙ্গা দাখিল মাদ্রাসার সামনে সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে তাকে ডৌয়াতলা সৌদি প্রবাসী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ২৪ই ডিসেম্বর সকাল ৭ টার দিকে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের চলাভাঙ্গা দাখিল মাদ্রাসার সামনে রাস্তার পাশে আবর্জনাযুক্ত স্থানে একটি শিশুর কান্নার শব্দ শোনা যাচ্ছিল। সেই কান্না শুনে গুদিঘাটা গ্রামের মামুন (৪০) নামের এক ব্যক্তি এগিয়ে গিয়ে এক নবজাতককে দেখতে পান। তৎক্ষণাৎ তিনি নবজাতককে উদ্ধার করে ডৌয়াতলা সৌদি প্রবাসী হাসপাতালে নিয়ে আসেন।

নবজাতক কে কুড়িয়ে পাওয়া মোঃ মামুন বলেন, আমি রাস্তা দিয়ে বাজারে যাওয়ার সময় চলাভাঙ্গা মাদ্রাসার সামনে রাস্তার পাশে আবর্জনার মধ্যে বাচ্চাটির কান্নার শব্দ শুনতে পাই। কান্না শুনে এগিয়ে গিয়ে নবজাতকটিকে দেখতে পাই। পরে তাকে সৌদি প্রবাসী হাসপাতালে নিয়ে আসি।

বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহদী বলেন, নবজাতকটি বর্তমানে সুস্থ আছে। বাচ্চাটি এখনো সৌদি প্রবাসী হাসপাতালেই চিকিৎসাধীন আছে। বাচ্চাটির হাত পা একটু ঠান্ডা হয়ে আছে যার জন্য ওখানে হিটারের মাধ্যমে গরম করার চেষ্টা করা হচ্ছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব জানান, আমি এবং ইউএনও মহোদয় জেনেছি চলাভাঙ্গা দাখিল মাদ্রাসার সামনের রাস্তার পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি নবজাতক শিশু কুড়িয়ে পাওয়া গেছে। ডৌয়াতলা সৌদি প্রবাসী হাসপাতালের ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন যে বাচ্চাটি বর্তমানে সুস্থ আছে। এবং আজকেই আমরা শিশু কল্যাণ বোর্ডের সভা করব এবং সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ