মোঃ আসাদুজ্জামান (বরগুনা ) :
পিআর পদ্ধতিতে নির্বাচন, সংস্কার, গনহত্যা,শাপলা চত্বরে হত্যা, পিলখানা হত্যা সহ বিভিন্ন দাবীতে বরগুনায় জনসমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতির বিকল্প নেই, যারা পিআর বোঝেনা তারা মুর্খ, পৃথিবীর উন্নত দেশগুলোতে পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে বলে দাবি করেন নেতৃবৃন্দ।
জুলাই আন্দোলনে নিহত ও আহত করার বিচার, শাপলা চত্বর ও পিলখানা হত্যার বিচার সহ দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবী জানানো হয়।
ইসলামি আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহম্মদ আবুল খায়ের,বরগুনা -১ আসনে ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, বাওয়ালকর পীর মাওলানা মুহাম্মদ আবদুর কাদের সহ সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। সমাবেশে সঞ্চালনা করেন ইসলামি আন্দোলন বরগুনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আব্দুশ শাকুর। সমাবেশ শেষে শহরে মিছিল অনুষ্ঠিত হয়।