আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝালকাঠি জেলা কর্তৃক ঘোষিত আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদন দেয়ায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সোহেল সরকার এবং ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ ছাত্রদল।

গতকাল সোমবার সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে নবগঠিত কমিটির সভাপতি রাজা হোসেনের সভাপতিত্বে এ আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মিছিল ও আলোচনা সভা শেষে, শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির, সিনিয়র সহ সভাপতি সাগর রায়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত খান, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আক্তার জেমি, যুগ্ম সাধারণ সম্পাদক মুসফিকা নাহার মুনা, সাংগঠনিক সম্পাদক মাহাফুজুল্লা, দপ্তর সম্পাদক মো সৈকত খান খোকা, প্রচার সম্পাদক সুমাইয়া আক্তার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইসরাত জাহান লামিয়া, ছাত্রী বিষয়ক সম্পাদক সৈনী ইসলাম ও ক্রীড়া সম্পাদক তানিশা ইসলাম প্রমুখ।

একটি সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনের অঙ্গিকার ব্যক্ত করেন নবগঠিত নতুন নেতৃত্ব এবং ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের ভালো কাজে উৎসাহিত করার বার্তা পৌঁছে দেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement