এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় প্রবাহমান খালে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে মো মিলন হোসেন (৪১) কে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকেল ৩ টায় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তি রহমতপুর এলাকায় সরকারি খালের উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিলেন। প্রশাসনের পক্ষ থেকে পূর্বে তাকে স্থাপনা অপসারণের জন্য নোটিশ দেওয়া হলেও তিনি তা অমান্য করেন। পরে জেলা প্রশাসনের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীন সাদেক বলেন, অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড, অর্থদণ্ড সাথে সাথে পরিশোধ করেছে বিধায় কারাদণ্ড কার্যকর হয়নি। তিনি বলেন, সরকারি খাল ও জলাশয় রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।