কলাপাড়ায় পানিতে ডুবে রহস্যজনক মৃত্যু, ভোরে নদীতে ভেসে উঠল রওশনা বেগমের মরদেহ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া গ্রামে পানিতে ডুবে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম মোসাঃ রওশনা বেগম (৫৫)। তিনি উপজেলার ১নং চাকামইয়া ইউনিয়নের দিত্তা আবাসনের বাসিন্দা এবং মোঃ কাদের হাওলাদারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ২৬ মে বিকাল ৫টার দিকে রওশনা বেগম একা ঝাকি জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফিরে না আসায় তার স্বামী, ছেলে ও ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

মঙ্গলবার ২৭ মে সকাল ৭টা ৩০ মিনিটের দিকে রওশনা বেগমের ভাই মোঃ বাদল হাওলাদার এবং স্থানীয় মোঃ জাহাঙ্গীর দায় ঘটনাস্থলের পাশের পাঙ্গাসিয়া নদীতে খোঁজ নিতে যান। একপর্যায়ে নদীর পানিতে ভাসমান অবস্থায় রওশনা বেগমের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং থানায় খবর দেন।

খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হলেও, স্থানীয়দের অনেকে এ মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement