মোঃ রফিকুল ইসলাম খান, পাইকগাছাঃ
খুলনার পাইকগাছা থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার কপিলমুনি ইউপির ইউপি সদস্য নিষিদ্ধ আ’লীগের আলাউদ্দীন গাজী (৫৫), হরিঢারী ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি ফিরোজ খাঁ (৬৪)সহ বিভিন্ন মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, পাইকগাছা থানার নাশকতার ২২/৮/২৪ তারিখের ৬নং মামলায় তদন্তে প্রাপ্ত আসামী উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মালথ গ্রামের মৃত ইলাহী বক্স গাজীর ছেলে মো: আলাউদ্দীন গাজী, হরিঢালী ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি রামনাথপুরের মৃত আ: করিম খাঁ এর ছেলে ফিরোজ খাঁ (৬৪), জিআর ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামী উপজেলার হিতামপুর গ্রামের সবুর গাজীর ছেলে একলাসুর রহমান ফাহিমকে গ্রেফতার করে।
এ ছাড়াও পৃথক অভিযানে চোরাই মালামাল ব্যাটারীসহ উপজেলার সরল এলাকার ৫ ওয়ার্ডের মো: খোকন গাজীর ছেলে মো: নাসির গাজী (২৫) ও পাটকেলঘাটার জুগিপুকুরিয়া এলাকার মুজিবর সরদারের ছেলে মো: সাইফুল ইসলাম (৩২) কে নিয়মিত ও পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, পাইকগাছার জিরোপয়েন্ট এলাকার মোঃ আনোয়াারুল ইসলাম লিটনের ব্যবসা প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজ’র জানালার গ্রিল কেটে ব্যাটারি চুরির ঘটনায় থানায় অভিযোগের প্রেক্ষিতে এসআই (নি:) আইয়ুব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
উল্লেখ্য ধৃত নাসির গাজীর নামে ১৩টি মামলা এবং সাইফুল ইসলাম এর নামে ২ টি মামলা রয়েছে। সর্বশেষ ঘটনায় পাইকগাছা থানার মামলা নং ১০, তাং ১৪/০৫/২৫ ধারা- ৩৮০/৪৫৭ রুজু হয়েছে।
পাইকগাছা থানার ওসি (তদন্ত) মো: ইদ্রিসুর রহমান জানান, খুলনা পুলিশ সুপারের নির্দেশনায়, পাইকগাছা ডি- সার্কেল’র তত্ত্বাবধায়নে ও তার (পুলিশ পরিদর্শক) (তদন্ত) এর নেতৃত্বে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আটককৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।