পাইকগাছায় শাপলা ফুল বিক্রি করে সংসার চলছে এরফানের
মোঃ রফিকুল ইসলাম খান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: হেমন্তে খালে বিলে ফুটেছে শাপলা ফুল । দেখতে যেমন সুন্দর, তরকারি হিসেবে খেতেও সুস্বাদু। দাম কম হওয়ায় নিম্নবিত্তদের কাছে এর চাহিদা অনেক। সুস্বাদু হওয়ায় ধনীরাও খায়। গ্রাম-বাংলায় খাল কিংবা ডোবায় বর্ষা মৌসুমে দেখা মেলে এই শাপলা ফুলের। আর এই শাপলা বিক্রি করে অনেক পরিবারের সংসার চলে। সাধারণত বর্ষা […]